Site icon Jamuna Television

পটুয়াখালী জেলা ম‌হিলাদল সভাপ‌তিকে দল থেকে অব্যাহতি

স্টাফ ক‌রেসপন‌ডেন্ট, পটুয়াখালী:

সাংবাদিককে গালমন্দ করে হুমকি দেয়ার ভি‌ডিও ভাইরালের পর পটুয়াখালী জেলা ম‌হিলাদ‌লের সভাপ‌তি আফরোজা সীমাকে দলীয় পদ থে‌কে অব্যাহতি দেয়া হ‌য়ে‌ছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকা‌লে কে‌ন্দ্রিয় ম‌হিলাদ‌লের সভাপ‌তি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহ‌মেদ -এর যৌথ স্বাক্ষ‌রিত এক প্রেস‌বিজ্ঞ‌প্তি‌র মাধ্যমে এ অব্যাহতি দেয়া হ‌য়।

প্রেস‌বিজ্ঞ‌প্তি‌তে উ‌ল্লেখ করা হ‌য়, চাদাবা‌জি-দখলবা‌জিসহ দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দ‌লের নীতি আদর্শ প‌রিপ‌ন্থি অনৈতিক কর্মকাণ্ডের জন্য পটুুয়াখালী জেলা জা‌তিয়তাবাদী ম‌হিলা দ‌লের সভাপ‌তি আফরোজা বেগম সীমার সভাপ‌তি পদসহ দলীয় সকল পর্যা‌য়ের পদ স্থগিত করা হ‌য়েছে। আজ ১২ আগস্ট থে‌কে এ আদেশ কার্যকর হ‌বে।

অপরদিকে, জেলা বিএন‌পির সা‌বেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা নি‌শ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট রা‌তে এ‌শিয়ান টে‌লি‌ভিশ‌নের ডিজিটাল প্রতিনিধি রা‌কিবুল ইসলাম তনু‌কে প্রকা‌শ্যে গালমন্দ ক‌রে দে‌খে নেয়ার হুমকি দেয়ার এক‌টি ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে ছ‌ড়ি‌য়ে পড়ে। পরদিন এ সংক্রান্ত রি‌পোর্ট বি‌ভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হ‌লে তীব্র সমালোচনা শুরু হয়। এরই জেরে আজ কে‌ন্দ্রিয় ম‌হিলাদল অভিযুক্ত নেত্রীকে দলীয় পদ থে‌কে অব্যাহতির সিদ্বান্ত নেয়।

/এএইচএম

Exit mobile version