Site icon Jamuna Television

মুন্সিগঞ্জের দিঘীরপাড় বাজারে পদ্মায় ভাঙন, বিলীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার ও সংলগ্ন পদ্মার শাখা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকে উজানের ঢল ও তীব্র স্রোতের কারণে এই ভাঙন শুরু হয়।

রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাজারটির অন্তত ২টি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। তাছাড়া, আরও অন্তত ৪টি প্রতিষ্ঠানের জমি ক্ষয় হয়েছে। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরেই নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে হঠাৎ নদী তীরে ফেলা জিও ব্যাগ সরে গিয়ে ভাঙন শুরু হয়। আঁধঘন্টার মধ্যেই বাজারের একটি পাটের গোডাউন ও একটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে যায়।

তারা আরও জানান, তাছাড়া আরও কয়েকটি দোকান যেকোনো সময় ধসে পড়তে পারে। এরইমধ্যে মালামালসহ দোকানের অবকাঠামো সরিয়ে নেয়া শুরু করে দোকানদাররা। এ সময় স্থায়ী বাঁধ নির্মাণে বারবার আশ্বস্ত করা হলেও তারা না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, পানি বেড়ে যাওয়ার কারণেই মূলত ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে। আগামীকাল সকালের মধ্যেই ব্যবস্থা নেয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ সহকারী প্রকৌশলী (টঙ্গীবাড়ী পওর শাখা) মো. আশিক সারোয়ার জানান, দিঘীরপাড় বাজারের পূর্বে জিও ব্যাগ ফেলা হয়েছিল। এখন যেহেতু ভাঙন দেখা দিয়েছে তাই আপদকালীন একটি উদ্যোগ নেয়া হবে। লৌহজং-টঙ্গীবাড়ীতে প্রায় ১৭ কিলোমিটার বাঁধ নির্মাণ হচ্ছে। সেটির কাজ ৬০ ভাগ এগিয়েছে বলেও জানান পাউবোর এই কর্মকর্তা।

উল্লেখ্য, দিঘীরপাড় বাজারে প্রায় সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

/আরএইচ

Exit mobile version