Site icon Jamuna Television

অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের দশ মিনিটে রাহিম দিয়াজের গোলে লিড নেয় লস ব্লাঙ্কোস। ১৩ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল।

এরপর দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে এমবাপ্পের পায়ে ব্যবধান বাড়ায় স্প্যানিশ জায়ান্টরা। ৮১ মিনিটে এমবাপ্পের অ্যাসিস্টে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রদ্রিগো। আর তাতেই দারুণ জয়ে প্রস্তুতি সারলো শাবি আলোনসোর দল।

আগামী ২০ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে রিয়াল মাদ্রিদ।

/এআই

Exit mobile version