Site icon Jamuna Television

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১৫টি স্বর্ণের বার জব্দ

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২ কোটি ৫০ লাখ টাকার ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার পলিয়ানপুর সীমান্তে থেকে ১ কেজি ৮০০ দশমিক ১৫ গ্রাম ওজনের স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/১২-আর থেকে দুই কিলোমিটার ভেতরে এক ব্যক্তিকে স্বর্ণ নিয়ে ভারত যাওয়ার সময় ধাওয়া করে। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা পলিথিন মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এগুলোর আনুমানিক বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকা। পরে মহেশপুর থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং জব্দ তালিকা তৈরি করে স্বর্ণগুলো ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা দেয়া হয়।

/এএইচএম

Exit mobile version