Site icon Jamuna Television

ধারে ম্যানসিটি থেকে এভারটনে গ্রিলিশ

ম্যানচেস্টার সিটি থেকে চলতি মৌসুমের জন্য ধারে এভারটনে পাড়ি জমালেন ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ।

কদিন ধরেই তার এভারটনে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। মঙ্গলবার (১২ আগস্ট) প্রিমিয়ার লিগের দুই ক্লাবই আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে নিশ্চিত করে বিষয়টি।

‘দ্য টফিজ’-এর বিবৃতিতে ২৯ বছর বয়সী এই ফুটবলার বলেন, এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ক্লাবটির কোচ ডেভিড ময়েসের সঙ্গে আলোচনা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল।

গ্রিলিশ আরও বলেন, এভারটনে চুক্তিবদ্ধ হয়ে আমি উচ্ছ্বসিত। সত্যি বলতে, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। দারুণ সমর্থক আর ঐতিহ্যবাহী এক ক্লাব। ম্যানেজারের (ময়েস) সঙ্গে কথা বলার পরই আমি বুঝতে পারি, আমি ঠিক জায়গাতেই আমি যেতে চাই।

ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ধারের ফি হিসেবে ১ কোটি ২০ লাখ পাউন্ড দিচ্ছে এভারটন। আর প্রতি সপ্তাহে গ্রিলিশ বেতন পাবেন ৩ লাখ পাউন্ড। আগামী মৌসুমে ৫ কোটি পাউন্ডে তার সঙ্গে স্থায়ী চুক্তি করার সুযোগ রেখেছে এভারটন।

উল্লেখ্য, ২০২১ সালে ক্লাব রেকর্ড ১০ কোটি (সে সময় প্রিমিয়ার লিগের রেকর্ড ট্রান্সফার ফি) পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গ্রিলিশ।

/এএম

Exit mobile version