Site icon Jamuna Television

‘নির্বাচন সামনে রেখে তথ্য সেল গঠন করা হবে’

নির্বাচন সামনে রেখে তথ্য সেল গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় কালে এ তথ্য জানান তিনি।

এসময় তিনি বলেন, অর্থবহ নির্বাচন করতে জনসংযোগ কর্মকর্তাদের সহায়তা খুবই প্রয়োজন। তাদের সৃজনশীলতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে।

সচিব আরও জানান, এআইয়ের যুগে অপতথ্য-গুজব খুব দ্রুত ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব রোধে কাজ করতে হবে।

/এমএইচ

Exit mobile version