Site icon Jamuna Television

চট্টগ্রামে চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধরের অভিযোগ

চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নগরীর বাকলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে ভুক্তভোগী ডা. ইকবাল অভিযোগ করেন, বিএনপির স্থানীয় কয়েকজন নেতা চাঁদা না পেয়ে তাকে মারধর করে। জীবন বাঁচাতে তিনি প্রতিবেশির বাসায় আশ্রয় নেন। পরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন তিনি।

৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে চিকিৎসককে বলতে শোনা যায়, আমি ডাক্তার ইকবাল। বাকলিয়ায় পুরাতন চারতলায় আছি। আমাকে…বিএনপির হারুন; ওদেরকে সন্ত্রাসীদেরকে টাকা দিই নাই বলে আমাকে মারছে, আমাকে মারার জন্য খুঁজতেছে।

তবে পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। ভবন নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের দ্বন্দ্ব থেকে মারামারি হয়। এতে ওই চিকিৎসক আহত হন।

এদিকে, ভুক্তভোগী চিকিৎসকের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে স্থানীয়দের। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানববন্ধনও করেছেন স্থানীয়রা।

/এমএইচ

Exit mobile version