
যুক্তরাষ্ট্রে ডিটেনশন ক্যাম্পগুলোর পরিবেশগত মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির ফেডারেল আদালত। মঙ্গলবার (১২ আগস্ট) মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) প্রতি এ নির্দেশনা দেয়া হয়।
ম্যানহাটানের ২৬টি ডিটেনশন সেন্টারে আটক অভিবাসীদের কক্ষগুলো বাসযোগ্য করার কথা বলেন মার্কিন বিচারক। প্রতি কক্ষে বসব্সকারীদের সংখ্যা কমিয়ে আনা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ঘুমানোর জন্য স্লিপিং ম্যাট প্রদানের নির্দেশ দেয়া হয়।
দিনে তিনবেলা কক্ষ পরিষ্কারসহ পর্যাপ্ত সংখ্যক সাবান, টয়লেট পেপার, টুথপেস্টের মতো দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলো মজুদের কথাও বলা হয়। এসব ডিটেনশন সেন্টারগুলোর অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর এ নির্দেশ দেন বিচারক।
/এএম



Leave a reply