Site icon Jamuna Television

সুদানে আরএসএফের হামলায় নিহত ৪০

সশস্ত্র সংগঠন র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আর.এস.এফ) হামলায় সুদানের দাফুর অঞ্চলে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। অঞ্চলটিতে কর্মরত ত্রাণ কর্মকর্তারাসহ স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (১১ আগস্ট) অঞ্চলটির এল-ফাশের শহরে অবস্থিত শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া ছিন্নমূল মানুষদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, হামলার শিকার ওই এল-ফাশের শহরেই সুদানের সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী ঘাটি রয়েছে। ধারণা করা হচ্ছে, একারণেই অঞ্চলটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠিটি।

উল্লেখ্য, দেশটিতে প্রায় দু’বছর ধরে গৃহযুদ্ধ চলছে। এতে দেশটির অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ।

/এমএইচ

Exit mobile version