Site icon Jamuna Television

দরকার হলে সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ রক্ত দেবে: তাহের

বিদেশি ডিজাইনে নির্বাচন হলে, দেশের মানুষ জীবন ও রক্ত দিয়ে সুষ্ঠু নির্বাচন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সামাবেশে এ কথা বলেন তিনি।

এবার দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা আশা করে জানিয়ে আব্দুল্লাহ তাহের বলেন, মানুষকে যা তা বুঝিয়ে নির্বাচন করার সুযোগ নেই। সংস্কার নিয়ে যারা ধুম্রজাল তৈরি করছে তারা নির্বাচন বানচাল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে। তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

/এমএইচ

Exit mobile version