Site icon Jamuna Television

ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

ছবি: সংগৃহীত

অনিয়ম আর অব্যবস্থাপনায় ডুবতে বসেছিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে পরিচালিত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। তবে গত এক বছরে বেশ কিছু নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত নেয়ায় ফের পুনরুদ্ধারের পথে এই আর্থিক প্রতিষ্ঠানটি।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেন, ৬০ লাখ সদস্যের বিশাল এ বাহিনীর জীবনমান উন্নয়নে কাজ করে ব্যাংকটি। তবে বিগত ১০-১৫ বছরে বিভিন্ন অনিয়মের কারণে নিম্নমুখী ছিল ব্যাংকটির আর্থিক লেনদেন। বিভিন্ন পর্যায়ে অদক্ষ জনবল আর অনিয়মের কারণে ব্যাংকের ‘ক্লাসিফাইড লোন’ বেড়ে দাঁড়িয়েছিল ২৫ শতাংশে। তবে বিগত ১ বছরে বিভিন্ন কৌশলগত উদ্যোগ নেয়ায় ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।

আগামীতে আরও সংস্কারের মাধ্যমে ব্যাংকটি দেশের প্রান্তিক পর্যায়ে জীবনমানের দৃশ্যমান পরিবর্তন আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ব্যাংকের ব্যাংকের চেয়ারম্যান।

/এমএইচআর

Exit mobile version