Site icon Jamuna Television

কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। 

কর্তৃপক্ষ জানায়, কুড়িগ্রামে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা, দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় নদীটির অববাহিকার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেইসাথে পানিতে ডুবে গেছে চরাঞ্চলের কৃষি জমি।

দুধকুমার নদী পাড়ের বাসিন্দা ফরিদুল, জুলহাস ও চান মিয়া জানান, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দুই এক দিনের মধ্যে সমস্ত চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে।

তারা জানান, উপজেলার চরাঞ্চলে বসবাসরত মানুষদের জন্য এ সময়টি চরম দুশ্চিন্তার। বন্যার পাশাপাশি নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে তাদের।

নাগেশ্বরী উপজেলার চর বিষ্ণুপুর এলাকার শামসুল হক জানান, পুরো চরে পানি ঢুকেছে। চরের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে। রোপা আমন ধানের ক্ষেতও পানিতে ডুবে গেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ পরিচালক মো. রাকিবুল হাসান বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। এতে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এ সময়, স্থানীয়দের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে, আসন্ন বন্যা মোকাবেলায় বন্যাপ্রবণ ৬ টি উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। উপজেলাগুলো হল— ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী ও চর রাজীবপুর। এসব কন্ট্রোল রুম বন্যার সার্বিক পরিস্থিতি তদারকি ও মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় কর্তৃপক্ষ।

/এএইচএম

Exit mobile version