Site icon Jamuna Television

ইসরায়েলকে নতুন করে আরও একটি সাবমেরিন দিচ্ছে জার্মানি

ইসরায়েলকে নতুন করে আরও একটি সাবমেরিন দিচ্ছে জার্মানি। এরই মধ্যে দেশটিতে সাবমেরিনটি রফতানির অনুমোদন দিয়েছে জার্মান সরকার।

বুধবার (১৩ আগস্ট) তুর্কি বার্তা সংস্থা আনাদুলোর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

প্রতিবেদনে বলা হয়, সাবমেরিন কেনার এই চুক্তি হয়েছিল ২০১২ সালে। ২০২৩ সালে দেশটির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল রফতানির সবুজ সিগন্যাল দেয়। যার অনুমোদন দেয়া হয়েছে সম্প্রতি। জানা গেছে, এর দাম প্রায় ৫৮৫.৮ মিলিয়ন ডলার, যেখানে জার্মানি ১৩৫ মিলিয়ন ইউরো প্রদান করে করে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই গাজায় আগ্রাসনে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ইসরায়েলে রফতানি স্থগিতের ঘোষণা দিয়েছিল জার্মানি। এরমধ্যেই সাবমেরিন রফতানির অনুমোদনের তথ্য জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার।

/এএইচএম

Exit mobile version