Site icon Jamuna Television

শেওড়াপাড়া থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

রাজধানীর শেওড়াপাড়ার শামীম স্মরণীর একটি বহুতল ভবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে তার স্বামী তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে পরিবার।

নিহতের নাম সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া। তার স্বামীর নাম সিফাত আলি।

কেয়ার বাবা-মা জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে মেয়ের জামাই সিফাত তাদের ফোন দেন। তখন সে জানায়, তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনার পর সিফাত এবং তার বন্ধু ও বাসার কাজের ছেলে মনির পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের অভিযোগ, সিফাত বদমেজাজি ছিল সামান্য কিছু হলেই সে তার স্ত্রীর গায়ে হাত তুলতেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি। বর্তমানে কেয়ার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

/আরএইচ

Exit mobile version