‘বেবি শার্ক’ কপিরাইট লঙ্ঘন করেনি— দক্ষিণ কোরিয়ার আদালতের রায়

|

শিশুদের কাছে তুমুল জনপ্রিয় ‘বেবি শার্ক’ গানটি নিয়ে যুক্তরাষ্ট্রের এক সুরকারের করা কপিরাইট লঙ্ঘনের অভিযোগ খারিজ করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট।

সর্বোচ্চ আদালত আগের দুটি নিম্ন আদালতের রায় বহাল রেখে জানায়, ‘বেবি শার্ক’-এর প্রযোজক প্রতিষ্ঠান পিংকফং কপিরাইট লঙ্ঘন করেনি।

এর আগে, যুক্তরাষ্ট্রের সুরকার জনাথন রাইট দাবি করেছিলেন, ২০১১ সালে তিনি শিশুদের একটি লোকসংগীতের ওপর ভিত্তি করে একটি সংস্করণ রেকর্ড করেন এবং সেই সংস্করণের কপিরাইট তার নিজের। তবে পিংকফং ২০১৬ সালে ‘বেবি শার্ক’ নামে যে সংস্করণ প্রকাশ করে, তা জনাথনের গান থেকে অনুলিপি করা হয়েছে বলে তার অভিযোগ।

পিংকফংয়ের পক্ষ থেকে আদালতে যুক্তি দেয়া হয়, তাদের সংস্করণটিও একই লোকসংগীতের ওপর ভিত্তি করে তৈরি, যা পাবলিক ডোমেইন আকারে রয়েছে। তার মানে এর ওপর কেউ এককভাবে কপিরাইট দাবি করতে পারেন না।

সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে জনাথন রাইটের অভিযোগের আইনি অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে ধারণা করা হচ্ছে।

‘বেবি শার্ক’ গানটি ২০১৬ সালে ইউটিউবে প্রকাশিত হয়। ২০২০ সালে এটি ইউটিউবের সর্বাধিক দেখা ভিডিওতে পরিণত হয়। ২০২২ সালে এটি প্রথম ১০ বিলিয়ন ভিউ অতিক্রম করে।

পিংকফংয়ের এই সংস্করণটি শিশুদের মাঝে বিপুল জনপ্রিয়। অনেকে গানটিকে ‘পরবর্তী প্রজন্মের কেপপ’ বলেও আখ্যায়িত করে।

সূত্র: বিবিসি

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply