Site icon Jamuna Television

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে আজও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে সেতুর পশ্চিম প্রান্তে অবস্থান নেন তারা।

অবরোধের কারণে সেতুর দুই পাড়ে যানবাহন আটকে পড়ে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এক ঘণ্টা অবরোধের পর ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ফলে মানসম্মত পাঠদানসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এ সময় স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত পদক্ষেপ নেয়ারও দাবি জানান তারা।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন।

/আরএইচ

Exit mobile version