Site icon Jamuna Television

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে: সিইসি

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে। উত্তরার আইইএস স্কুল কেন্দ্রে ভোটদানের সময় এ কথা বলেন সিইসি কে এম নুরুল হুদা।

উত্তরার ৫-নম্বর সেক্টরের ঐ কেন্দ্রে ভোটপ্রদান শেষে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে, ভোটকেন্দ্র স্থগিত করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি মিথ্যা অভিযোগ তুলছে। কোন দল যদি কেন্দ্রগুলোয় পোলিং এজেন্টই না পাঠায়, তাহলে ইসির পক্ষে কিছু করা সম্ভব নয়।

সারা দেশের ভোটের পরিবেশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান সব জায়গাই বিএনপি’র এজেন্ট রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হচ্ছে।

Exit mobile version