বিপিএল আয়োজনের জন্য প্রস্তুত রাজশাহী। বিশ্বমানের টি-টোয়েন্টি উইকেট, বিমানবন্দর, হোটেল, আধুনিক ট্রেনিং সুবিধা থাকায় বিপিএল উত্তরবঙ্গের এই শহরে আয়োজন করা উচিত বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তবে ভেন্যুর মূল সমস্যা ফ্লাডলাইট না থাকা। জাতীয় ক্রীড়া পরিষদ চাইলে দ্রুতই সংস্কার কাজ শেষ করা সম্ভব বলে মনে করেন পাইলট।
মূলত, বিপিএলের আগামী আসরে অন্তত একটি ভেন্যু বাড়াতে চায় বিসিবি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি চতুর্থ স্বাগতিক শহর হবার লড়াইয়ে আছে বগুড়া, রাজশাহী, বরিশাল ও খুলনা।
দেশের অন্যতম পরিচ্ছন্ন শহর রাজশাহী। এই অঞ্চলের ক্রিকেট কালচারও সমৃদ্ধ। বর্তমানের দেশের অন্যতম সেরা একাধিক ক্রিকেট একাডেমিও রয়েছে এখানে। তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, নাহিদ রানার মতো তরুনের পাশাপাশি মুশফিকুর রহিম, তাইজুল ইসলামের মতো অসাধারণ ক্রিকেটার উঠে এসেছে রাজশাহী বিভাগ থকে।
তবে, এই অঞ্চলে আন্তর্জাতিক ম্যাচতো দূরের কথা, অনুষ্ঠিত হয় না বিপিএলের ম্যাচও। তাইতো এবার নিজ শহর রাজশাহীতে বিপিএল আয়োজনের পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
খালেদ মাসুদ বলেন, এই শহরে প্রচুর ক্রিকেট অনুরাগী। তারা যদি জানে সেখানে বিপিএল আয়োজিত হচ্ছে, তারা বেশ উচ্ছ্বসিত হবে। সদ্য অনুষ্ঠিত ইমার্জিং কাপেও এই আবহ দেখা গিয়েছে। বেশ কয়েকটি গ্যালারি খুলে দেয়া হয়েছিল, যেখানে এক পর্যায়ে তিল ধারণের ঠাঁই ছিল না। রাজশাহীর স্টেডিয়ামটির অবকাঠামোগত অবস্থার সঙ্গে এই শহরের ফ্লেভারও বিপিএল আয়োজনের জন্য বেশ ভালো।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের উইকেটকে বলা হয় দেশের অন্যতম সেরা। টি-টোয়েন্টি মেজাজের, ২০০ শতাধিক রানের পিচ এটি বলছেন পাইলট। সেই সাথে স্টেডিয়ামের ইন্ডোর ও জিমের অবস্থাও বেশ ভালো। সেই সাথে রাজশাহীতে আছে ভালো হোটেল, বিমানবন্দর, ও মূল স্টেডিয়ামের বাইরে আছে একাধিক একাডেমি গ্রাউন্ড, যেখানে অনুলশলন করতে পারবে দলগুলো।
তবে রয়েছে কিছু সীমাবদ্ধতাও। বিপিএল আয়োজন করতে হলে কিছু সংস্কারের প্রয়োজনও আছে ভেন্যুটিতে। করতে হবে ড্রেসিং রুম ও প্রেস বক্সের সংস্কার। সেই সাথে লম্বা সময় ধরে খেলা না হওয়ায় স্টেডিয়ামের গ্যালারি গুলো পরিস্কার করার পাশাপাশি, কিছু জায়গায় মেরামতও প্রয়োজন হবে। তবে বড় প্রতিবন্ধকতা ফ্লাডলাইট। কিন্তু হাতে সময় থাকায় দ্রুততম সময়ে এই কাজগুলো করা সম্ভব বিশ্বাস পাইলটের।
উল্লেখ্য, আগামী মাসে এনসিএল টি-টোয়েন্টির আসর বসবে উত্তরবঙ্গের দুই শহর বগুড়া ও রাজশাহীতে। সেই টুর্নামেন্টা ড্রেস রিহার্সাল হতে পারে রাজশাহীর জন্য।
/এমএইচআর

