জম্মু ও কাশ্মিরে ভারী বৃষ্টি ও ঢলে মৃত্যু বেড়ে ৪০

|

জম্মু ও কাশ্মিরের চশোতিতে ভয়াবহ বৃষ্টির তোড়ে সৃষ্ট বন্যায় মৃত্যু বেড়ে ৪০ জনে পৌঁছেছে। এতে এখন পর্যন্ত আহত হয়েছেন ১২০ জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদের বরাতে এমনই জানা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত ২০০ জনের অধিক মানুষ নিখোঁজ রয়েছে। দ্রুত উদ্ধারকাজের জন্য জেলা প্রশাসন, পুলিশ, ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মাঠে নেমেছে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কিশতোয়ারের চশোতি এলাকায় ভয়াবহ বৃষ্টি হয়েছে। সেখানে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এবং তা মাছেল যাত্রার রুটে হয়েছে। পুরো ঘটনায় সকলেই হতবাক হয়ে গিয়েছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

এবার ২৫ জুলাই থেকে ৩০ কিলোমিটার মাছেল যাত্রা শুরু হয়েছে। ট্রেক করে ‘মাছেল মাতা’ মন্দিরে (দুর্গা মন্দির) পৌঁছাতে হয়। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মিরের অন্যতম জনপ্রিয় এ যাত্রা চলার কথা ছিল। এতে হাজার-হাজার পুণ্যার্থী অংশগ্রহণ করেন। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত মাছেল মাতা যাত্রা স্থগিত করে দেয়া হয়েছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply