Site icon Jamuna Television

চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা-ভাঙচুর, ব্যবস্থা না নেয়ায় প্রত্যাহার ওসি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেনকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক আদেশে এই প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল। তিনি জানান, ওসিকে প্রত্যাহার করা হয়েছে। খুলশী থানায় তিনি সাড়ে ৪ মাস ছিলেন। কি কারণে প্রত্যাহার করা হয়েছে জানি না।

তবে সিএমপির সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় বন্দরের ঝাউতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের সময় ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ঘটনায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

/এএস

Exit mobile version