Site icon Jamuna Television

রাস্তার কার্পেটিং তোলার ভাইরাল ভিডিও: ভুল ব্যাখ্যার দাবি উপজেলা প্রকৌশলীর

টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া-দেওপাড়া প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়কের কার্পেটিং স্থানীয়রা তুলে বাড়িতে নিয়ে যাচ্ছে লুটপাটের ভাইরালকৃত এমন ভিডিওর ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মূলত রাস্তার রক্ষণাবেক্ষণ এবং বর্ধিতকরণের কাজ চলছিল এজন্য রাস্তার পাশ থেকে কার্পেটিং উঠিয়ে রাখা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইলের উপজেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানসহ সংশ্লিষ্টরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোম্পানি দুর্গা এন্টারপ্রাইজের ম্যানেজার মো. রাকিব বলেন, সড়কের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তাই কার্পেট তুলে পাশে রাখা হয়েছিল। এলাকাবাসী না বুঝে তা নিয়ে গেছে।

ঘাটাইলের টাঙ্গাইল উপজেলার নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান জানান, আমরা যে প্রক্রিয়ায় কাজ করেছি তা শতভাগ ঠিক আছে। আমাদের পদ্ধতি অনুযায়ী আমরা কাজ করছি। এগুলো যারা নিচ্ছে তারাও ভুলভাবে নিচ্ছে। তারা এসব ব্যবহার করতে পারবে না। রোদে এসব গলে যাবে।

/এএস

Exit mobile version