Site icon Jamuna Television

সারা দেশের অবস্থা উদ্বেগজনক, ভোট দিতে দেয়া হচ্ছে না: ড. কামাল

নির্বাচনে সারা দেশের অবস্থা উদ্বেগজনক। এ পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগের সুযোগ দেয়া হচ্ছে না। এমন মন্তব্য করেছে ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন।

আজ দুপুরে এ মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে ভোট দেয়া শেষে তিনি নিজ কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও সারাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ড. কামাল। তখন তিনি বলেন, এই কেন্দ্রে ভোটারদের দেখে উৎসাহ পাচ্ছেন। ঐক্যফ্রন্টের এজেন্টও আছে কেন্দ্রে। তবে অনেক জায়গা থেকে সকালেই এজেন্টদের বের করে দেয়া হয় বলেও জানান তিনি।

Exit mobile version