Site icon Jamuna Television

ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা:

ভারতের বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা করার তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা দেশের নাগরিক নন, প্রকৃত অর্থে বিদেশি সরকার চাইলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তীব্র ক্ষোভ নিয়ে মমতা বলেন, দেশ ভাগের চাপ আমাদের ওপর কম পড়েনি। যারা এক কাপড়ে সব কিছু ফেলে উদ্বাস্তু হয়ে বাংলায় চলে এসেছিলেন, তারা দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছেন। যারা দেশের নাগরিক নন, প্রকৃত অর্থে বিদেশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তাহলে অন্যরা তা করবেন না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ সবাই কোন ভাষায় কথা বলতেন এমন প্রশ্নও রাখেন তিনি।

তিনি বলেন, আমি দেখছিলাম নয়ডাতে একজন লোক বাচ্চাকে নিয়ে হোটেলে থাকতে গিয়েছেন। কিন্তু তিনি বাংলায় কথা বলেছেন বলে তাকে হোটেলে থাকতে দেওয়া হয়নি।

বাংলা ভাষাকে সম্মান করার কথা বলে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ভাষার মতো মাধুর্য কোথাও নেই। সব ভাষাই জানা উচিত। কিন্তু কেউ মাতৃভাষাকে ভুলবেন না। বাংলার মাটিকে ভুলবেন না। দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অবদান ছিল বাংলার। প্রথম সতীদাহ প্রথা রদও বাংলা থেকেই হয়েছিল।

প্রসঙ্গত, কলকাতার নিউ টাউনের এক ব্যক্তি নয়ডার সেক্টর ৪৪-এ একটি হোটেল বুক করেছিলেন। ওই ব্যক্তি মঙ্গলবার তার ১৪ বছরের ছেলেকে নিয়ে সেই হোটেলে থাকার জন্য যান। বাংলা ভাষায় কথা বলায় তাকে সেই হোটেলে থাকতে দেয়া হয়নি।

ওই ব্যক্তির অভিযোগ, তিনি বাংলা ভাষায় কথা বলায় তাকে হোটেলে থাকতে দেয়া হয়নি। ওই ব্যক্তি হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তিনি বাংলাদেশি নন, পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। তারপরও তাকে থাকতে দেওয়া হয়নি বলে জানান ওই ব্যাক্তি।

/এএস

Exit mobile version