Site icon Jamuna Television

এজেন্টদের বের করে দেয়া হয়েছে: ফখরুল

জনগণ ভোট কেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছে অনুযায়ী ভোট দিতে পারলে ঐক্যফ্রন্টের জয় নিশ্চিত বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ঐক্যফ্রন্টের অন্যতম এই নেতা।

পরে সাংবাদিকদের মির্জা ফখরুল অভিযোগ করেন, বেশ কিছু কেন্দ্রে বিএনপি সমর্থকদের ভোট দিতে বাধা দেয়া হচ্ছে। এজেন্টদের বের করে দেয়া হয়েছে। বলেন, মানুষ তাদের অধিকার আদায়ে সোচ্চার। কোনো বাধা জনগণের অধিকার রক্ষার আন্দোলনকে বন্ধ করতে পারবে না।

মির্জা ফখরুল ভোটের পরিস্থিতি নিয়ে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেন।

Exit mobile version