Site icon Jamuna Television

ট্রাম্প-পুতিনের আলোচনা ব্যর্থ হলে বিপদে পড়বে ভারত!

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর অতিরিক্ত সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হতে পারে।

বুধবার (১৩ আগস্ট) ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কড়া মন্তব্য করেন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বেসেন্ট বলেন, রাশিয়ার তেল কেনার কারণে আমরা ভারতের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি। আলোচনার ফল ভালো না হলে এই শুল্ক বা নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন– ইউরোপীয়রা সমালোচনা করছে আলাস্কার এই বৈঠক কীভাবে, কোন বিষয়ে করা উচিত। ইউরোপীয়দের উচিত আমাদের সঙ্গে এই শুল্কে যোগ দেয়া, সেকেন্ডারি নিষেধাজ্ঞায় অংশ নেয়া।

চলতি মাসের শুরুতে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের ওপর ২৫ শতাংশ জরিমানা আর বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন।

আজ শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করিজ শহরে ট্রাম্প-পুতিন বৈঠকে ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়টি প্রাধান্য পাবে। ের আগে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, যুদ্ধ বন্ধে রাজি না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে।

/এএম

Exit mobile version