Site icon Jamuna Television

কুড়িগ্রামে কমতে শুরু করেছে পানি

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দুধকুমার নদীর পানি কমে বিপদসীমার সমান রয়েছে। এছাড়াও জেলার তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র নদের পানিও কমেছে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬টায় দুধকুমার নদীর পানি ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৯ দশমিক ৬০ সেন্টিমিটার সমান রয়েছে বলে নিশ্চিত করে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড।

জেলার ৫ শতাধিক চরাঞ্চলের বাড়িঘরে পানি না উঠলেও নিচু এলাকার গ্রামীণ সড়কে পানি উঠেছে। পানিতে ডুবে গেছে চরাঞ্চলের কৃষি জমিও।

এদিকে, আসন্ন বন্যা মোকাবেলায় বন্যাপ্রবণ ৬টি উপজেলায় কন্ট্রোলরুম খুলেছে জেলা প্রশাসন। উপজেলাগুলো হলো ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী ও চর রাজীবপুর।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. রাকিবুল হাসান বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়লেও ২৪ ঘন্টায় কমতে শুরু করেছে।

/এএম

Exit mobile version