Site icon Jamuna Television

জম্মু ও কাশ্মিরে ভারী বৃষ্টি ও ঢলে মৃত্যু বেড়ে ৪৬

ভারতের জম্মু-কাশ্মিরে আকস্মিক ভারি বর্ষণ আর আকস্মিক প্লাবনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জন। এখনও নিখোঁজ আরও দুই শতাধিক। প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এনডিটিভিসহ একাধিক গণমাধ্যমের।

অঞ্চলটির কিশতওয়ার জেলার চাশোতি গ্রামে আকস্মিক ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণের জেরে হয় ব্যাপক বৃষ্টি। এক ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। আর তাতে দেখা দেয় হঠাৎ প্লাবন।

দুর্গত এলাকাটি দিয়ে মচাইল মাতা মন্দিরে যান পুণ্যার্থীরা। তাদের অনেককেই ভাসিয়ে নিয়ে যায় বানের পানি। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে– জেলা প্রশাসন, পুলিশ, ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধারকাজে যুক্ত রয়েছে।

/এএম

Exit mobile version