
স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:
মাদারীপুর সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গ্যারেজসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলার মস্তফাপুর সিকিনওয়হাটা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে একটি এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। এ সময় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এলাকাবাসী। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫ টি দোকান এবং একটি গ্যারেজে থাকা ৪টি ইজিবাইক, ২টি অটোভ্যান ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়।
সার ও কীটনাশক ব্যবসায়ী বাচ্চু কাজী বলেন, আগুনে আমার ৫ লক্ষ টাকা মালামাল পুড়ে গেছে। পাশের ট্রেইলার্স, মুদি ও গ্যাসের দোকানও পুড়ে গেছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার এলেক্স রোজারিও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই ৫টি দোকান পুড়ে যায়। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাবে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
/আরএইচ



Leave a reply