লামিন ইয়ামালের মতো ফুটবলার ১০ বছরে একবারই আসে; তার তো কাউকে খুঁজে পাবে না রিয়াল মাদ্রিদ— এমন মন্তব্য করেছেন বার্সেলোনার অভিজ্ঞ ফরোয়ার্ড রবার্ট লেভানডোভস্কি। তার দাবি, সমর্থকদের চাপেই ইয়ামালের মতো কাউকে খুঁজছে রিয়াল। এদিকে লামিনের মাঠের বাইরের বিতর্কিত জীবন নিয়ে বিচলিত নন লেভানডোভস্কি। বললেন সময়ের সঙ্গেই মাঠের পারফরমেন্সের মতোই পরিণত হবেন এই তরুণ স্প্যানিয়ার্ড।
বার্সেলোনায় মেসি ঝলকের বিপরীতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে এনে ঐতিহ্যের লড়াইয়ে ভারসাম্য টেনেছিলো রিয়াল মাদ্রিদ। এলএমটেনের বিদায়ে লামিন ইয়ামাল কাতালান জায়ান্টদের নতুন তারকা হয়ে উঠলে রিয়াল দলে টানে কিলিয়ান এমবাপ্পেকে। তবে দীর্ঘমেয়াদের চিন্তায় লস ব্লাঙ্কোস এবার দলে টানলো ইয়ামালের থেকে এক মাসের ছোট তরুণ সেনসেশন মাস্তানতুয়োনোকে।
বার্সায় ইয়ামাল সতীর্থ অভিজ্ঞ পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডোভস্কির দাবি, সমর্থকদের চাপেই এমন সিদ্ধান্ত রিয়ালের। বললেন, এভাবে ইয়ামালের বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব। যেমনটা হয়নি মেসি-রোনালদোর নতুন বিকল্প।
রবার্ট লেভানডোভস্কি বলেন, অবশ্যই লামিন ইয়ামালের মতো কাউকে খুঁজে বের করার চাপে আছে রিয়াল মাদ্রিদ। তবে আমার মতে সেটা অসম্ভব। ভালো হয় নিজের মতো পথ বেছে নিলে। এটা আসলে খুঁজে বের করার বিষয় না। ১০ বছরে একবার হয়তো এমন কাউকে পাওয়া যায়। যেমন মেসি ও রোনালদোর মতো কাউকে খুঁজে বের করা যাবে না, কারণ তারা ভিন্ন কিছু।
তিনি আরও বলেন, লামিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু ফুটবলের বাইরের কিছু বিষয়, যেমন সামাজিকমাধ্যমের আবেগ সামলে পরদিনই আবার মাঠে নামা, এই যুগে অনেক কিছুই ভিন্ন। নিজের শরীর, মানসিকতা, ভাবনা, সবকিছুর ভারসাম্য রাখা এখন প্রবল চাপের। এক্ষেত্রে ভবিষ্যতে তাকিয়ে এই ভারসাম্য খুঁজে নিতে হবে তাকে।
মাত্র ১৮ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলের শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ইউরো জয়ের পর বার্সেলোনার হয়ে লিগ শিরোপা। তরুণ ইয়ামালে নতুন মৌসুমে নতুন স্বপ্ন বুনছে বার্সা সমর্থকরা। তবে এসবের ভিড়ে মাঠের বাইরের জীবনে বিতর্ক পিছু ছাড়ছে না তার। একের পর এক নারীর সঙ্গে প্রেম ঘটিত বিতর্কের সঙ্গে জন্মদিন পালন নিয়েও হয়েছেন সমালোচিত। লেভানডোভস্কি অবশ্য এসবকে বড় করে দেখতে নারাজ। তার বিশ্বাস, বয়সের সঙ্গে মাঠের বাইরের জীবনেও পরিণত হবেন ইয়ামাল।
উল্লেখ্য, বার্সেলোনায় দারুণ নৈপুণ্য দেখিয়ে এরইমধ্যে লিওনেল মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সিত নিজের করে নিয়েছেন লামিন ইয়ামালে। নতুন মৌসুমে নতুন জার্সি নম্বরে নিজেকে কোন উচ্চতায় নিয়ে যান এই স্প্যানিয়ার্ড, সেটাই এখন দেখার অপেক্ষা।
/এমএইচআর

