Site icon Jamuna Television

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি করা সেই আল-আমিনসহ গ্রেফতার ৩

সাভারে গভীর রাতে অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী আল-আমিনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। অভিযানের সময় তার দুই সহযোগী দেওয়ানবাড়ি থেকে জুয়েল এবং আশুলিয়ার পাড়াগ্রাম এলাকা থেকে রাজিব হোসেনকেও আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, বলিয়ারপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আল-আমিনকে পূর্বেও একাধিকবার গ্রেফতারে চেষ্টা করা হলেও প্রতিবারই আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি করে পালিয়ে যেত। এবার অভিযানের সময় তিনি পালানোর চেষ্টা করলেও সফল হননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আন্তঃজেলা সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতির সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতরা বিভিন্ন এলাকায় দেশি ও বিদেশি অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘর লক্ষ্য করে ডাকাতি, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে বাস, ট্রাক এবং গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতি চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএইচ

Exit mobile version