Site icon Jamuna Television

১৫ আগস্টের গণভোজ খেতে গিয়ে মাদারীপুরে আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বা‌র্ষিকী‌ উপলক্ষে গণভোজনের আয়োজন করেন দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণভোজ খাওয়া অবস্থায় পুলিশ হাতে-নাতে আটক করেন জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠু,  মিন্টু খান ও বাদল শিকদারকে।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ইটেরপুল এলাকায়  জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠুর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বঙ্গব্ন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বা‌র্ষিকী‌ উপলক্ষে  শুক্রবার  জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠুর বাড়িতে দোয়া ও গণভোজনের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে সেখানে গণভোজ খাওয়া অবস্থায় তিন জনকে আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

পুলিশ আরও জানায়, দলীয় কার্যক্রম নিষিদ্ধ হয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করার লক্ষ্যে তারা এই আয়োজন করেছিল। দেশে স্থিতিশীলতা বজায় রাখার জন্য তাদের এই অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেখানে নিষিদ্ধ সেখানে তারা কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে তাদের সেখান থেকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

/এটিএম

Exit mobile version