Site icon Jamuna Television

মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির পাশের দেয়াল ধসে নিহত ৬

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের পাশের দেয়াল ধসে পড়ে নিহত হয়েছেন ৬ জন। এছাড়াও এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির নিজামউদ্দিন এলাকায় সম্রাট হুমায়ুনের সমাধির পাশের দেয়াল ধসে পড়ে। ওই সময় সেখানে অন্তত ১২ জন অবস্থান করছিলেন। ধসের ঘটনার পর বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হয়। এখন সেখানে উদ্ধার অভিযান চলছে।

কর্তৃপক্ষ জানায়, পাঁচটি অগ্নিনির্বাপণ ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। এই স্মৃতিস্তম্ভটি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি একটি সমাধিসৌধ যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তার পুরো নাম ছিল নাসির-উদ-দিন মুহাম্মদ হুমায়ুন। তিনি তার বাবা বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে সিংহাসনে আরোহণ করেন।

/এটিএম

Exit mobile version