Site icon Jamuna Television

শর্তসাপেক্ষে রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক আলোচনায় রাজি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কা যাওয়ার পথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্কের কথা উল্লেখ করে জানান, শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতি হলে রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক আলোচনার সুযোগ তৈরি হতে পারে।

এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায় ট্রাম্প বলেন,


‘আমি লক্ষ্য করেছি, তিনি (পুতিন) রাশিয়া থেকে অনেক ব্যবসায়ীকে নিয়ে এসেছেন; এটা ভালো। আমি এটা পছন্দ করি, কারণ তারা ব্যবসা করতে চায়। তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ব্যবসা করতে পারবে না।’

রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সুযোগ নিয়ে আবার প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন,


‘যদি আমরা শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতি করতে পারি, তাহলে আমি আলোচনা করব, কারণ এটা রাশিয়ার একটি চাওয়া; তারা চায় আমি অর্থনীতিতে যা গড়েছি, তার একটি অংশ পেতে।’

ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন আলাস্কা সম্মেলন থেকে ‘কিছু একটা’ ফল আসবে। ট্রাম্প মনে করেন,

‘দেখুন, তিনি (পুতিন) বুদ্ধিমান মানুষ। অনেক দিন ধরে কাজ করছেন, তবে আমিও তাই। আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। এছাড়াও দুই পক্ষেরই সম্মান আছে, আর আমার মনে হয় কিছু একটা হবে।’

আলোচনায় পুতিনের সঙ্গে অংশ নিচ্ছেন রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানোভ এবং রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান ও জ্যেষ্ঠ অর্থনৈতিক আলোচক কিরিল দিমিত্রিয়েভ।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version