Site icon Jamuna Television

দাবায় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ১০ বছরের বোধানা শ্রীভানান্দান

দাবায় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ল ১০ বছরের ব্রিটিশ কন্যা বোধানা শ্রীভানান্দান। উত্তর-পশ্চিম লন্ডনের বোধানা লিভারপুলে ২০২৫ ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে পরাজিত করেন।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (ফিদে) তথ্যমতে, ১০ বছর ৫ মাস ৩ দিনে এই সাফল্য পেয়ে বোধনা ভেঙে দিয়েছেন মার্কিন খেলোয়াড় ক্যারিসা ইয়িপের রেকর্ড, যিনি ২০১৯ সালে ১০ বছর ১১ মাস ২০ দিনে গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিলেন।

এই জয়ে বোধনা নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করেছেন, যা নারী গ্র্যান্ডমাস্টারের এক ধাপ নিচে। দাবায় সর্বোচ্চ খেতাব ‘গ্র্যান্ডমাস্টার’, যা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ ডোম্মারাজু এবং বিশ্ব এক নম্বর ম্যাগনাস কার্লসেনের মতো খেলোয়াড়দের রয়েছে।

এর আগে, ২০২৪ সালে এক সাক্ষাৎকারে বোধনার বাবা জানান, তাদের পরিবারে আগে কেউ দাবায় বিশেষ কৃতিত্ব অর্জন করেননি।

বোধনা জানান, কোভিড মহামারির সময় পাঁচ বছর বয়সে তিনি দাবা খেলা শুরু করেন। বাবার এক বন্ধু তাদের কিছু খেলনা ও বই উপহার দিয়েছিলেন। ‘একটি ব্যাগে দাবার বোর্ড দেখে গুটিগুলো আমার ভালো লাগে।

‘প্রথমে আমি গুটিগুলো খেলনা হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। কিন্তু বাবা বললেন, খেলার নিয়ম শিখে খেলতে পারি। আর তখন থেকেই খেলা শুরু’।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version