Site icon Jamuna Television

পুতিনের সাথে বৈঠক করতে আলাস্কায় পৌঁছেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কার অ্যাঙ্কোরেজে এলমেনডর্ফ বিমান ঘাঁটিতে পৌঁছেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে পূর্বনির্ধারিত একান্ত বৈঠকে এখন দুই নেতার উপদেষ্টারাও যোগ দেবেন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, বৈঠকের দ্বিপাক্ষিক অংশে ট্রাম্পের সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ।

শীর্ষ সম্মেলনের দ্বিপাক্ষিক অংশের পর উভয় পক্ষের প্রতিনিধিরা একসঙ্গে মধ্যাহ্নভোজ করবেন। সেখানে রুবিও, উইটকফ, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের যোগ দেয়ারও কথা রয়েছে।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version