Site icon Jamuna Television

বনানীর সিসা বারে যুবক হত্যা: কুমিল্লা থেকে গ্রেফতার ২

প্রতীকী ছবি।

রাজধানী ঢাকার বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুইজন যুবককে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য দেন।

তিনি বলেন, ভিকটিম ও খুনিরা পূর্ব পরিচিত। নিয়মিত তারা ওই সিসা লাউঞ্জে যাতায়াত করতেন এবং সিসি লাউঞ্জের ভেতর-বাইরে আধিপত্য বিস্তার করতেন। এ নিয়েই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।

এই ঘটনায় আরও যারা জড়িত, তাদের ধরতে অভিযান চালাচ্ছে র‍্যাব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বারটি কীভাবে এতো রাত পর্যন্ত খোলা ছিলো তাও খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া অবৈধ সিসা লাউঞ্জগুলো অভিযান করে বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

/এমএইচ

Exit mobile version