Site icon Jamuna Television

সুনামগঞ্জ সীমান্তে বিপুল ভারতীয় স্মার্টফোন জব্দ

সুনামগঞ্জ করেসপনডেন্ট: 

সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় ৭০টি স্মার্ট ফোন জব্দ করেছে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন। শুক্রবার (১৫ আগস্ট) রাতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নে কড়াইবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় বাংলাদেশের দুইশো গজ অভ্যন্তরে বিভিন্ন ব্রান্ডের নতুন ও পুরাতন এসব স্মার্ট ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। 

শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির। 

তিনি বলেন, সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিক্রি নাকি অন্য কোনও উদ্দেশ্যে মোবাইল ফোনগুলো আনা হয়েছিল তা জানার চেষ্টা চলছে।

আটককৃত ভারতীয় স্মার্টফোনগুলো সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএইচ

Exit mobile version