Site icon Jamuna Television

নতুন মৌসুমে রাতে মাঠে নামছে বার্সেলোনা

লা লিগার নতুন মৌসুমের পর্দা উঠেছে গতকাল। তবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার শুরুটা হবে আজ শনিবার (১৬ আগস্ট)। রাতে লিগে ২০২৫-২৬ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। এতে ম্যালোর্কার মুখোমুখি হবে বার্সা।

সবশেষ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর বার্সেলোনা গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নিজেদের আরও শক্তিশালী করেছে। হোয়ান গার্সিয়া ও মার্কাস রাশফোর্ডের মতো তারকা খেলোয়াড়দের দলে নিয়ে ক্লাব এবার লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দিকেও নজর দিয়েছে।

গত মৌসুমে ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজকে সরিয়ে কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল জার্মান কোচ হ্যান্সি ফ্লিককে। নিজের প্রথম মৌসুমেই তিনি বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জিতিয়েছেন তিনি। এনে দিয়েছেন লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে’র শিরোপা।

এবার ফ্লিকের কাছে বার্সেলোনার প্রত্যাশা শুধু শিরোপা ধরে রাখাই নয়, বরং চ্যাম্পিয়ন্স লিগও জয় করা।

ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, এই ম্যাচে বার্সেলোনার জয় প্রায় নিশ্চিত, কারণ ম্যালোর্কার বিপক্ষে শেষ ১০ বারের দেখায় তারা ৯ বার জিতেছে, একটি ম্যাচ ড্র হয়েছে।

/এমএইচআর

Exit mobile version