Site icon Jamuna Television

গাজায় প্রতিনিয়ত মানবতাকে ক্ষতবিক্ষত করা হচ্ছে: এরদোয়ান

গাজায় যে মানবিক বিপর্যয় হচ্ছে, সেটিকে শুধুমাত্র একটি সংকীর্ণ ভূখণ্ডে সীমাবদ্ধ একটি সংঘর্ষ হিসেবে দেখলে চলবে না। বরং এটি এমন একটি গভীরতর মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে, যা প্রতিদিন মানবতার সম্মিলিত বিবেককে ক্ষতবিক্ষত করছে। স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এমন মন্তব্য করেন।

ইসরায়েলের মাসব্যাপী বোমাবর্ষণ গাজার নিরীহ শিশু, নারী ও বৃদ্ধদের লক্ষ্য করেছে, শহরগুলোকে বাসযোগ্যতা হারাতে বাধ্য করেছে। ঘরবাড়ি, হাসপাতাল, বিদ্যালয় এবং উপাসনালয়গুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা ও বিদ্যুৎসহ মৌলিক পরিষেবাগুলো সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে জানান এরদোয়ান ।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ক্ষুধা, তৃষ্ণা ও মহামারির আশঙ্কা গাজাকে একটি পূর্ণাঙ্গ মানবিক ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬১,০০০-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই চিত্র শুধু যুদ্ধের চিহ্নই নয়, বরং এটি একটি পরিকল্পিত গণহত্যা নীতিরও নির্মম সাক্ষ্য।

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version