Site icon Jamuna Television

ওয়াশিংটনে ট্রাম্পের সাথে দেখা করবেন জেলেনেস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি আগামী সোমবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করবেন।

এর আগে, ট্রাম্পের সঙ্গে একটি ‘দীর্ঘ ও গুরুত্বপূর্ণ আলোচনা’ এবং পরে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলাস্কা সম্মেলনের বিষয়ে ব্রিফিং করেন তিনি।

বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন:

‘ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে প্রস্তুত – আমরা তা পুনর্ব্যক্ত করেছি’। তবে, পুতিন ও ট্রাম্পের ওই বৈঠকে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার প্রধান বিষয়গুলো আমাদের জানিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্রের শক্তি পরিস্থিতির অগ্রগতিতে প্রভাব ফেলছে।’

“সোমবার, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করবো, যুদ্ধ ও রক্তপাত বন্ধে বিস্তারিত আলোচনা করতে। ট্রাম্পের আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ,’ বলেন জেলেনস্কি।

এই বৈঠকটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মার্কিন ভূমিকায় সম্ভাব্য পরিবর্তন এবং ইউক্রেনের ভবিষ্যৎ শান্তিপ্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version