Site icon Jamuna Television

এয়ার কানাডার কর্মীদের ধর্মঘটে বাতিল শত শত ফ্লাইট

এয়ার কানাডার ক্যাবিন ক্রুদের ধর্মঘট শুরু হওয়ায় সংস্থাটি সমস্ত ফ্লাইট স্থগিত করেছে — যা প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটাবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) ভোরে কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) যা ১০ হাজারের বেশি ফ্লাইট অ্যাটেনডেন্ট প্রতিনিধিত্ব করে, জানায় যে এয়ার কানাডার ক্যাবিন ক্রুদের ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে।

ধর্মঘটের মূল কারণ হিসেবে ধর্মঘটরত ক্রুদের দাবি, বেতন বৃদ্ধি ও বিমান এয়ারপোর্টে থাকাকালীন কাজের সময়ের জন্য বেতন দেয়া।

৪ বছরে মোট ৩৮% পারিশ্রমিক বৃদ্ধি এবং প্রথম বছরেই ২৫% বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল এয়ার কানাডা। তবে সিপিইউই একে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছে।

অনেক ক্রু মেম্বাররা এই প্রস্তাবটিকে মুদ্রাস্ফীতির নিচে, বাজার মূল্যের নিচে, এমনকি কিছু ক্ষেত্রে ন্যূনতম মজুরির নিচে বলে অভিযোগ করেছেন।

ধর্মঘটকে কেন্দ্র করে এয়ার কানাডা বলেছে, যেসব যাত্রীরা অন্য কোনো সংস্থার ফ্লাইটে না যাচ্ছেন, তারা যেন বিমানবন্দরে না আসেন।

কানাডার শ্রমমন্ত্রী প্যাটি হাইডু উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে বলেছেন। সেই সাথে, এয়ার কানাডা ক্রুদের সাথে যাতে দ্রুত আলচনায় বসে।

সিপিইউই অভিযোগ করেছে, তারা ৮ মাস ধরে আন্তরিকভাবে আলোচনা করলেও এয়ার কানাডা সরকারকে জড়িয়ে তাদের অধিকার খর্ব করার চেষ্টা করছে।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

Exit mobile version