পঞ্চগড়ে সীমান্তবর্তী নদী থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

|

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজের দুইদিন পর সীমান্তবর্তী নদী থেকে মানিক হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার শুকানি সীমান্তের করতোয়া ও সাও নদীর মিলনস্থলে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা।

নিহত মানিকের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়।

জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে কয়েকজন সীমান্তে গরু আনতে যায়। একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এ সময় বাকিরা পালিয়ে গেলেও মানিকসহ ৪ জন নিখোঁজ হন। তাছাড়া, নিখোঁজ থাকা আব্দুল হুদা ওরফে জমির উদ্দিন নামে একজনকে আজ সকালে ফেরত দিয়েছে বিএসএফ।

দেবনগড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আইবুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সীমান্তে গরু আনার সময় বিএসএফ গুলি ছুঁড়ে। তখন থেকে মানিকসহ ৪ জন নিখোঁজ ছিল। আজ তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। বিএসএফই তাকে গুলি করে হত্যা করেছে।

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত)  নাজির হোসেন বলেন, নিহত যুবকের মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথার পেছন দিয়ে গুলি ঢুকে চোখের পাশ দিয়ে বেড়িয়ে গেছে। তবে নিখোঁজের বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া, ভারতের অভ্যন্তরে আটক করে একজনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply