Site icon Jamuna Television

সংসদে সংরক্ষিত নারী আসন বৃদ্ধির দাবি নারী সংহতির

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি ও সেসব আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছে নারী সংহতি। শনিবার (১৬ আগস্ট) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটির নেতাকর্মী ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা।

এসময় তারা বলেন, ঐকমত্য কমিশনে বিশেষ একটা গোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে। তারা এমন অনেক আচরণ করছে যাতে নারীরা ভয় পায়।

বক্তরা দাবি করেন, সংসদে অন্তত ১০০টি সংরক্ষিত নারী আসন দিতে হবে। ঐকমত্য কমিশন ‘বয়েজ ক্লাবে’ পরিণত হয়েছে, এমন মন্তব্য করেন তারা। সেখানে যথেষ্ট নারী প্রতিনিধি নেই। নারী সংস্কার কমিশনকে বাদ দিয়ে ঐকমত্য কমিশন গঠন হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা রাত তিনটায় ফাটাকেস্টর মতো সংবাদ সম্মেলন করেন অভিযোগ করে তারা বলেন, নারীদের নিরাপত্তার বিষয়ে তিনি কোনও পদক্ষেপ নেননি। সংরক্ষিত আসন বৃদ্ধি পেলে বাংলাদেশে গণতন্ত্র রক্ষা পাবে, অন্তর্ভুক্তিমূলক হবে বলেও মন্তব্য করেন তারা।

/এএস

Exit mobile version