অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে: রেজা কিবরিয়া

|

দেশের পরিচালনায় গুনগত মানের পরিবর্তন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এই সরকার জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আয়োজিত গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অদক্ষ ও অসৎ। অনেককে দেশ থেকে পালাতে হবে। এই সরকার নিরপেক্ষ নয়। একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় নিতে তারা এখনই কাজ শুরু করেছে।

এ সময় জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেন, আগামীর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের মাধ্যমে হতে হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply