Site icon Jamuna Television

জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় দাসের মুক্তির দাবিতে স্লোগান, আটক ৬

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় দাসের মুক্তির দাবিতে স্লোগান দেয়ায় ছয় তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, শোভাযাত্রা চলাকালীন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে স্লোগান দিয়ে একটি পক্ষ ধর্মীয় আবহ ও গাম্ভীর্য নষ্ট করার চেষ্টা করে। এ সময় আমরা ছয়জনকে আটক করে হেফাজতে নেই। সেইসাথে, তাদের কাছ থেকে চিন্ময় দাসের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ডও উদ্ধার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন তরুণ ভিড়ের মধ্যে হঠাৎ চিন্ময় দাসের মুক্তির দাবিতে স্লোগান দিতে শুরু করে। ধর্মীয় আবহের মধ্যে এই স্লোগানে পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দেয়। এরপরই পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়।

উল্লেখ্য, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে একাধিক মামলায় কারাগারে আছেন।

/এএইচএম

Exit mobile version