Site icon Jamuna Television

প্রিমিয়ার লিগে বড় জয় দিয়ে শুভ সূচনা ম্যানচেস্টার সিটির

উলভারহ্যাম্পটন ০: ৪  ম্যানচেস্টার সিটি

আর্লিং হালান্ডের জোড়া গোলে প্রিমিয়ার লিগে বড় জয় দিয়ে শুভ সূচনা  ম্যানচেস্টার সিটির। উলভারহ্যাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে গার্দিওলার শিষ্যরা।

ধীর গতিতে শুরু হওয়া ম্যাচে সিটি এগিয়ে যেতে পারত ১৯ মিনিটেই। কিন্তু লক্ষ্যে পৌঁছায়নি হালান্ডের হেড। এরপর জালের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৪ মিনিট পর্যন্ত। সেই হালান্ডের কল্যানেই লিডে যায় সিটি। সেই রেশ থাকতে থাকতে রেইডার্স নিজেই নাম তোলেন স্কোরশিটে। চালকের আসনে থেকেই বিরতিতে যায় সিটিজেনরা।

বিরতির পরও ম্যাচে চলতে থাকে সিটির দাপট। ম্যাচের ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি ব্যবধান বাড়ান হালান্ড। শেষ দিকে জালের দেখা পান বদলি নামা শের্কিকে।  

সিটির জার্সিতে প্রথম প্রিমিয়ার লিগ গোল পেতে ফরাসি উইঙ্গারকে অপেক্ষা করতে হয় মাত্র ৮ মিনিট। প্রতিপক্ষের পা থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকে নিচু শটে প্রতিপক্ষে জালে শেষ পেরেক ঠুকেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

/এআই

Exit mobile version