সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীবাসির সকালটা শুরু হয়েছে বৃষ্টিতে ভিজে। রোববার (১৭ আগস্ট) সকালে রাস্তায় নেমেই বৃষ্টির ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।
রাজধানীতে ভোর থেকে ঘণ্টাখানেকের বৃষ্টি নগরীতে শীতল পরশ বুলিয়ে যায়। তবে টানা বৃষ্টির কারণে মিরপুর-শেওরাপাড়াসহ বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা।
অফিসগামী মানুষের পাশাপাশি এইচএসসি পরীক্ষার্থীদের বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হয়। যানবাহনের ধীরগতির ফলে বিভিন্ন রাস্তায় ছিলো তীব্র যানজট।
এ সময় রিকশা, অটোরিকশা, সিএনজি চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ তোলেন যাত্রীরা। যানজটের কবলে পড়ে পায়ে হেঁটে গন্তব্যে পোঁছানোর চেষ্টা করেন অনেকেই।
/এএস

