Site icon Jamuna Television

ইনজুরি থেকে ফিরেই মেসির গোল, ইন্টার মায়ামির জয়

মেজর লিগ সকারে (এমএলএস) লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। ইনজুরি থেকে ফিরেই জালের দেখা পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে গ্যালাক্সিকে আতিথ্য দেয় মায়ামি।

ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের দিক থেকে অনেক এগিয়ে ছিল লিওরা। প্রথমার্ধের শেষ দিকে জর্ডি আলবার গোলে এগিয়ে যায় দলটি। ১-০ তে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। খানিক পর জোসেপের গোলে স্কোরলাইনে সমতা টানে গ্যালাক্সি। ম্যাচের ৮৪ মিনিটে ডি পলের পাস থেকে জালে বল জড়ান লিও।

১৯ গোল নিয়ে মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে এখন এলএমটেন। পাঁচ মিনিট পর মৌসুমের দশম অ্যাসিস্ট আসে রেকর্ড আটবারের বর্ষসেরার পা থেকে। মেসির অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৪৫ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো মায়ামি।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার লিগ কাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টাইগ্রেসের মুখোমুখি হবে মেসি-সুয়ারেজরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

/এমএইচআর

Exit mobile version