Site icon Jamuna Television

ফারুকীর অসুস্থতায় বিকেলে বসছে বোর্ড মিটিং: তিশা

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার বিষয়ে আজ বিকেল ৩টায় চিকিৎসকদের বোর্ড মিটিং বসবে। রোববার (১৭ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

পোস্টে তিনি লিখেন, ‘আজ বেলা ৩টার সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পর জানানো যাবে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’

প্রসঙ্গত, গতকাল শনিবার কক্সবাজারে এসে অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।

/এএস

Exit mobile version