কক্সবাজারে মাছের ঘের নিয়ে বিরোধের জেরে যুবক নিহত

|

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলি্র ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা রামপুর আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শেকাব উদ্দিন। তার বাড়ি উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায়।

স্থানীয়রা জানায়, রামপুর আবাসন প্রকল্প এলাকায় একটি মাছের ঘের নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই ঘেরের দখল নিয়ে গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় শেকাব উদ্দিন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, মাছের ঘেরের বিরোধ নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তবে, এখনও মামলা করেনি ভুক্তভোগী পরিবার।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply